নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘মদনপুর ইউনিয়নে আমার একটি প্রচার গাড়িতে মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে গাড়ি ঘেরাও করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং মাইকম্যান ও গাড়িচালককে মারধর করে। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটি ছিনিয়ে নিয়ে যায়।’
আতাউর রহমান মুকুল আরও বলেন, ‘আহত দুজনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই স্থানে গত রোববার সন্ধ্যায় আমার সমর্থকদের ওপর হামলা চালায় এম এ রশিদের কর্মীরা। সে সময় তিনজন সামান্য আহত হন। ক্ষমতাসীন দল হামলা করে পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কোনো সমর্থক এই হামলায় জড়িত নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘মদনপুর ইউনিয়নে আমার একটি প্রচার গাড়িতে মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে গাড়ি ঘেরাও করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং মাইকম্যান ও গাড়িচালককে মারধর করে। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটি ছিনিয়ে নিয়ে যায়।’
আতাউর রহমান মুকুল আরও বলেন, ‘আহত দুজনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই স্থানে গত রোববার সন্ধ্যায় আমার সমর্থকদের ওপর হামলা চালায় এম এ রশিদের কর্মীরা। সে সময় তিনজন সামান্য আহত হন। ক্ষমতাসীন দল হামলা করে পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কোনো সমর্থক এই হামলায় জড়িত নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
১ ঘণ্টা আগেঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৬ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৬ ঘণ্টা আগে