Ajker Patrika

নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ফের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ফের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘মদনপুর ইউনিয়নে আমার একটি প্রচার গাড়িতে মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে গাড়ি ঘেরাও করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং মাইকম্যান ও গাড়িচালককে মারধর করে। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটি ছিনিয়ে নিয়ে যায়।’

আতাউর রহমান মুকুল আরও বলেন, ‘আহত দুজনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই স্থানে গত রোববার সন্ধ্যায় আমার সমর্থকদের ওপর হামলা চালায় এম এ রশিদের কর্মীরা। সে সময় তিনজন সামান্য আহত হন। ক্ষমতাসীন দল হামলা করে পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কোনো সমর্থক এই হামলায় জড়িত নয়।’

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত