Ajker Patrika

পুলিশ কনস্টেবল শামীম হত্যা: রিজভী-সোহেলসহ সাতজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কনস্টেবল শামীম হত্যা: রিজভী-সোহেলসহ সাতজনের বিচার শুরু

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার অভিযোগ গঠন করেন।

অপর আসামিরা হলেন আনোয়ার হোসেন টিপু, আব্দুস সাত্তার, রফিক আকন্দ, আলফাজ ইলিয়াস ওরফে আব্বাস, শাহ আলম মজিদ। এদের মধ্যে আসামি আনোয়ার হোসেন টিপু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

রিজভীসহ অন্যান্যরা আদালতে হাজির ছিলেন। তারা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছেন। 

ওই আদালতের অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম হেলাল এবং রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান অভিযোগ গঠনের মধ্য দিয়ে শামীম হত্যা মামলার বিচার শুরু হল। আইনজীবীরা আরও জানান, আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রিজভীসহ ৬ আসামি আদালতে উপস্থিত হয়ে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করেন।

বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় বিএনপির মিছিল থেকে পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ওই ঘটনায় রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক শফিউল ইসলাম। মামলায় হাবিবুর নবী খান সোহেল, রিজভী ও এম কে আনোয়ারসহ ৩১ জনকে আসামি করেন।

মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করেন। এসআই দীপক কুমার দাস ২০১৫ সালের ৪ চার জুন অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্রে আটজনকে আসামি করা হয়। বাকিদের অব্যাহতি দেওয়া হয়। এই আটজনের মধ্যে মোহাম্মদ হোসেন নামে একজন মৃত্যুবরণ করায় তাকে আসামি থেকে বাদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত