Ajker Patrika

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় সেলিম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। 

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে পোস্তগোলা ঈগলবক্সের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে পোস্তগোলা ঈগল বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে আহত হন ওই ব্যক্তি। পরে দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

হাসপাতালে সেলিমের ভাই মো. ওয়াসিম বলেন, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নয়াবাড়ি মেহেদীপুর গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্যামপুর পোস্তগোলা এলাকায় থাকতেন। অ্যারিস্টোফার্মা ফার্মাসিউটিক্যালের সুপার ভাইজার ছিলেন। রাতে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম বলেন, ‘রাতে পোস্তগোলায় ঈগল বক্সের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন একটি মিনি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত