নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলার শুনানি শেষে আদালতের ঘোষিত সংক্ষিপ্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে অনলাইনে কার্যতালিকায় প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদেরকে এই নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, এটাই থাকার নিয়ম। যদিও সব সময় তাৎক্ষণিক হয় না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাৎক্ষণিক ফলাফল জানতে পারলে বিচারপ্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
নির্দেশনায় বলা হয়, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদেরকে রায় ও আদেশ ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে বিদ্যমান নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।
এর আগে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফরমস’-এর সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার কার্যালয়ের চারজনের সমন্বয়ে ওয়েব আপলোড মনিটরিং টিম গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফী।
স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, বিচারপ্রার্থী এবং মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই আদালতের সিদ্ধান্ত জানতে চান। কিন্তু অনেক সময় তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে আপলোড হয় না। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করি এতে মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই ফলাফল দেখতে পাবেন। এতে বিচারপ্রার্থীসহ সবার উপকার হবে।
হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলার শুনানি শেষে আদালতের ঘোষিত সংক্ষিপ্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে অনলাইনে কার্যতালিকায় প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদেরকে এই নির্দেশ দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, এটাই থাকার নিয়ম। যদিও সব সময় তাৎক্ষণিক হয় না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাৎক্ষণিক ফলাফল জানতে পারলে বিচারপ্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
নির্দেশনায় বলা হয়, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদেরকে রায় ও আদেশ ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে বিদ্যমান নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।
এর আগে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফরমস’-এর সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার কার্যালয়ের চারজনের সমন্বয়ে ওয়েব আপলোড মনিটরিং টিম গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফী।
স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, বিচারপ্রার্থী এবং মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই আদালতের সিদ্ধান্ত জানতে চান। কিন্তু অনেক সময় তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে আপলোড হয় না। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করি এতে মামলার পক্ষগণ সঙ্গে সঙ্গেই ফলাফল দেখতে পাবেন। এতে বিচারপ্রার্থীসহ সবার উপকার হবে।
চিতলমারী ৫ নম্বর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুজনই ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী। এ নিয়ে তাঁদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
৩ মিনিট আগেদুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
১০ মিনিট আগেস্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোড আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। ৩০-৪০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হলের সামনের সদর রোডে বসে পড়ে স্লোগান দিতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য
১২ মিনিট আগেনারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এসব কথা জানান।
২৩ মিনিট আগে