Ajker Patrika

শুদ্ধাচার পুরস্কার পেলেন সচিব মামুন আল রশীদ

নিজস্ব প্রতিবেদক
শুদ্ধাচার পুরস্কার পেলেন সচিব মামুন আল রশীদ

সরকারের সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন আল রশীদ। ২০২১-২২ অর্থবছরের জন্য শুদ্ধাচার তিনি এ পুরস্কার পেয়েছেন।
 
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বার্ষিক কর্ম-সম্পাদন (এপিএ) চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুরস্কার তুলে দেন মামুন আর রশীদের হাতে। পুরস্কার বিতরণের সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
মো. মামুন আল রশীদ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শুকুন্দী গ্রামে গ্রহণ করেন। তিনি নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর শেষে ১৯৮৯ সালে চাকরিতে যোগ দেন। 

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের এই কর্মকর্তা পাবনা, নেত্রকোনা ও ফেনী জেলায় মাঠ প্রশাসনের কাজ করেন।
 
তিনি যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে পাবলিক পলিসি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত