গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন।
জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়।
এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন।
জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়।
এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৮ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৮ মিনিট আগে