Ajker Patrika

আশুলিয়ায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক, খুলতে শুরু করেছে পোশাক কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক, খুলতে শুরু করেছে পোশাক কারখানা

প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই। 

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। 

এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। 

তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ। 

শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’ 

এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত