সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২৪ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৩৪ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৪০ মিনিট আগে