Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১১: ১৬
বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপকে অপর একটি পিকআপ ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার ভোরে সেতুর ৪০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর ওপর ৪০ নম্বর পিলারের কাছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সেটি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের চালক নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত