নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
চলতি লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।
আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মধ্যে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা যাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে আর কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে এলো তা পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সেই সভা থেকে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।
লকডাউনের মধ্যেই চালু হয় অভ্যন্তরীণ ফ্লাইট; খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
শেষ দফার কঠোর লকডাউন শেষ না হতেই গত রোববার থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে গণপরিবহন এখনও বন্ধ রয়েছে।
ঢাকা: লকডাউনের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
চলতি লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।
আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মধ্যে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা যাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে আর কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে এলো তা পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সেই সভা থেকে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।
লকডাউনের মধ্যেই চালু হয় অভ্যন্তরীণ ফ্লাইট; খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
শেষ দফার কঠোর লকডাউন শেষ না হতেই গত রোববার থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে গণপরিবহন এখনও বন্ধ রয়েছে।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
৬ মিনিট আগেরাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। তাঁর নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২১ মিনিট আগেরাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন উপপরিদর্শক...
২৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সরকারনির্ধারিত দামে চাহিদা অনুযায়ী কৃষকেরা সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ডিলারদের দাবি, বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী তাঁরা সার দিতে পারছেন না।
৪৩ মিনিট আগে