Ajker Patrika

লকডাউনে ১০ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৭: ০৭
লকডাউনে ১০ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট-শপিংমল

ঢাকা: লকডাউনের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

চলতি লকডাউন আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।

আগামী ৫ মে পর্যন্ত লকডাউনের মধ্যে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা যাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

নতুন করে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লকডাউনে আর কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

চার দফায় ২৪ দিনের লকডাউনে করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে এলো তা পর্যালোচনা করতে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সেই সভা থেকে লকডাউন আরও সাতদিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে পরে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করে সরকার।

লকডাউনের মধ্যেই চালু হয় অভ্যন্তরীণ ফ্লাইট; খুলে দেওয়া হয় ব্যাংক, দোকানপাট-শপিংমল, সাব-রেজিস্ট্রার অফিস এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

শেষ দফার কঠোর লকডাউন শেষ না হতেই গত রোববার থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে গণপরিবহন এখনও বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত