Ajker Patrika

ফরিদপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের পরিত্যক্ত একটি ডোবায় ভেসে থাকা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা টেলিফোনে এক্সচেঞ্জ অফিসের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কের পাশে টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে  দেখেন তাঁরা। পরে থানা-পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ওসি সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত