Ajker Patrika

শ্রম খাতে টেকসই ব্যবস্থা গঠনের প্রস্তাব আরব আমিরাতের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১: ২৫
শ্রম খাতে টেকসই ব্যবস্থা গঠনের প্রস্তাব আরব আমিরাতের 

শ্রম খাতে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলা, পারিশ্রমিক সুরক্ষা, চাকরি শেষে আর্থিক সুবিধা, শ্রম অধিকার এবং সংশ্লিষ্ট সকলের সম্পৃক্ততায় অভিবাসন নিয়ে একটি বিস্তৃত এবং টেকসই ব্যবস্থা গঠনের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত সোমবার বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকাকে এ প্রস্তাব দেয় আবুধাবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইউএইতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। এ ছাড়া আবুধাবি দূতাবাসের উপ রাষ্ট্রদূত এবং কনসুল জেনারেল উপস্থিত ছিলেন। আর ইউএই’র পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সাইফ আল সুয়াইদি। 
 
জানা গেছে, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং ইউএই যাওয়ার আগে দক্ষতা উন্নয়নসহ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় গত সাড়ে ৪ দশক ধরে বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন সাইফ আল সুয়াইদি। বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া ও করোনা কালে দেখভাল করার জন্য ইউএই’র সরকারকে ধন্যবাদ জানিয়ে কাজ ভিত্তিক প্রশিক্ষণ, শ্রম অধিকার, কর্ম পরিবেশ, ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা তৈরির জন্য বাংলাদেশ ছাড়ার আগে শ্রমিকদের প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরা হয় বাংলাদেশের পক্ষ থেকে। ঝুঁকিতে থাকা বিশেষ করে নারী গৃহকর্মীদের সুরক্ষা বিষয়ক অধিকারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এ জন্য ইউএই সরকার বা বেসরকারি খাতের উদ্যোগে বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। ইউএই থেকে যারা কাজ শেষ করে দেশে ফেরত যাবেন তাদের জন্য ‘দক্ষতা প্রত্যয়নপত্র’ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। 

নারী গৃহকর্মীদের নিয়োগ নিয়ে দুই দেশের মধ্যকার করা সমঝোতার যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠানের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বৈঠকে ইউএইকে জানায় রাষ্ট্রদূত মো. আবু জাফর। এ প্রস্তাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আসছে মাসে এতে যোগ দিতে রাজি হয়েছেন সাইফ আল সুয়াইদি। শ্রম খাতে টেকসই ব্যবস্থা গঠনের প্রস্তাব যৌথ কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা কথা বলেন তিনি। এ ছাড়া ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে কাজ খুঁজে ভিসা পরিবর্তন করে কাজের ভিসা দেওয়াকে সাধুবাদ জানায় বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময়ে করোনার কারণে বন্ধ থাকা শ্রম বাজার বাংলাদেশিদের জন্য আবারও খুলে দেওয়ার কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময়ে ইউএইতে ফেরত আসতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়টি বৈঠকে আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত