Ajker Patrika

রাজধানীতে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২০: ১৯
রাজধানীতে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মফিজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়ার খোদ্দা বাটরা গ্রামে। 

আজ মঙ্গলবার বিকেলে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আজাদ রহমান। 

পুলিশ সুপার বলেন, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার মালিবাগ থেকে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিমিটেডের একটি নন-এসি বাসের ড্রাইভারের সিটের নিচ থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ছয় কেজি ৭৬০ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। 

এ সময় চালক মো. শাহাদৎ হোসেন, তাঁর সহযোগী মো. ইব্রাহীম ও সুপারভাইজার মো. তাইকুল ইসলামকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। তারা স্বর্ণ চোরাচালানের সঙ্গে মো. মফিজুল ইসলামের জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। 

চোরাচালান চক্রের সঙ্গে জড়িত মো. মফিজুল ইসলামকে গত রোববার সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত