Ajker Patrika

এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৩৯
এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর গেন্ডারিয়া এলাকার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ২০২১-২০২২ সেশনের এসব শিক্ষার্থী প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফন্নাহারের পদত্যাগও দাবি করছে।

রাজধানীর প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা ১১টায় ছয় শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে তারা এই বিক্ষোভ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী রহিমা বলে, ‘আমরা ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। আমরা মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ক্লাস নাইনে আমাদের রেজিস্ট্রেশনের জন্য সব টাকা-পয়সা নিলেও আমাদের রেজিস্ট্রেশন করা হয়নি। ফলে আমরা এসএসসি পরীক্ষা দিতে পারব কি না, জানি না। আমাদের ১০ বছরের শিক্ষাজীবন হুমকির মুখে। এখন কী হবে না হবে আমরা জানি না। আমাদের ভবিষ্যৎ কী?’

আসফি নামের আরেক শিক্ষার্থী বলে, ‘আমাদের অন্য স্কুলের সব বন্ধুরা পরীক্ষা দিয়ে কলেজে উঠবে আর আমরা স্কুলেই থেকে যাব। আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে গেল। এগুলো ভাবলে হতাশায় ভুগি। যেকোনো মূল্যে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হোক।’

আতিয়া সুলতানা নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য টাকা-পয়সা সব নিলেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফন্নাহার সেগুলো আত্মসাৎ করে এখন গা ঢাকা দিয়েছেন। রেজিস্ট্রেশন না করায় এসব শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণও করা হয়নি। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা ও হতাশায় ভুগছি।’ 

চায়না নামের এক অভিভাবক বলেন, ‘এই অধ্যক্ষ একসঙ্গে দুই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। বোর্ড থেকে আমাদের বলা হয়েছে, তাঁর পদত্যাগ না হলে এসব শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না। আমাদের দাবি, প্রিন্সিপাল শামসুন্নাহার পদত্যাগ করবেন এবং আমাদের সন্তানদের পরীক্ষার নিশ্চয়তা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যক্ষ শামসুন্নাহার সব টাকা-পয়সা নিয়ে এখন গা ঢাকা দিয়েছেন। আমরা এ ব্যাপারে বেশ কয়েকবার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের সমাধান দেন নাই। এ ব্যাপারে আমরা গেন্ডারিয়া থানায় যোগাযোগ করলেও তারা আমাদের কোনো ধরনের সহায়তা করেনি।’ 

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে। ১৫ মিনিট ধরে রাস্তা অবরোধ করে রাখায় প্রেসক্লাবের সামনের সড়ক, পল্টন ও মৎস্য ভবন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন এবং অভিভাবকদের হস্তক্ষেপে সড়ক থেকে উঠে প্রেসক্লাবের সামনে পুনরায় অবস্থান নেয়। 

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফন্নাহারকে মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত