Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২৩: ৫১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুবাইল থানা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত।

শাহাদাত জানান, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এ সময় তিনি প্রতিবাদ করলে পিকআপের চালক ও স্থানীয় এক গাড়ির গ্যারেজ মালিক তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে হাতে, পিঠে ও মাথায় গুরুতর জখম করে। খবর পেয়ে তাঁর সহপাঠীরা তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদেরও ডাকাত অপবাদ দিয়ে আবার মারধর করা হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শাহাদাত। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত