ঢামেক ও রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানিতে ইট তৈরি ও টায়ার পুড়িয়ে অবৈধভাবে অপরিশোধিত বিটুমিন উৎপাদনের সময় বয়লার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আজ রোববার সকালে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এর মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিষয়টি জানাজানি হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন—মাসুদ (২৬), আকাশ মিয়া (১৮), সুকান্ত চিচাম (২৪), লিংকন রিচিল (২০), শিরিল রংদি (২৭), বালসিং আরেং (২৪)।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশীদ আজকের পত্রিকাকে জানান, নরসিংদী থেকে আসা ছয়জন রোগীর মধ্যে বালসিংয়ের শরীর ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া সুকান্তের শরীর ২৪ শতাংশ, শিরিলের ৩০ শতাংশ, মাসুদের ৩৩ শতাংশ, আকাশের শরীর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। লিংকনের শরীরে ২ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের ওই কোম্পানিতে পরিবেশবান্ধব ইট তৈরির পাশাপাশি টায়ার পুড়িয়ে সড়ক কার্পেটিংয়ে ব্যবহারের জন্য অবৈধ বিটুমিন উৎপাদন করা হতো। টায়ার পুড়িয়ে পাউডার-জাতীয় পদার্থ উৎপাদন করে পরে তা প্রক্রিয়াজাত করে বিটুমিনে রূপান্তরিত করা হয়। গতকাল বিকেলে বয়লারের পাশে একটি ক্রেন বসানো হচ্ছিল। সেখানে ওয়েল্ডিং মেশিনে ঝালাই দেওয়ার সময় আগুনের ফুলকি বয়লারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বয়লারের আশপাশে থাকা ছয়জন দগ্ধ হন।
আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে কোম্পানির লোকজন তাদের নিজস্ব গাড়িতে করে দগ্ধদের পার্শ্ববর্তী ভৈরবে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে কথা হয় ওই প্রতিষ্ঠানের দোভাষী সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছি। পরে কথা বলব।’ পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুলালকান্দি এলাকায় অবস্থিত চায়না কোম্পানিতে শুক্রবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছয়জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কোম্পানির লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
নরসিংদীর বেলাবতে চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানিতে ইট তৈরি ও টায়ার পুড়িয়ে অবৈধভাবে অপরিশোধিত বিটুমিন উৎপাদনের সময় বয়লার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আজ রোববার সকালে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ প্রত্যেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এর মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিষয়টি জানাজানি হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন—মাসুদ (২৬), আকাশ মিয়া (১৮), সুকান্ত চিচাম (২৪), লিংকন রিচিল (২০), শিরিল রংদি (২৭), বালসিং আরেং (২৪)।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশীদ আজকের পত্রিকাকে জানান, নরসিংদী থেকে আসা ছয়জন রোগীর মধ্যে বালসিংয়ের শরীর ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া সুকান্তের শরীর ২৪ শতাংশ, শিরিলের ৩০ শতাংশ, মাসুদের ৩৩ শতাংশ, আকাশের শরীর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। লিংকনের শরীরে ২ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের ওই কোম্পানিতে পরিবেশবান্ধব ইট তৈরির পাশাপাশি টায়ার পুড়িয়ে সড়ক কার্পেটিংয়ে ব্যবহারের জন্য অবৈধ বিটুমিন উৎপাদন করা হতো। টায়ার পুড়িয়ে পাউডার-জাতীয় পদার্থ উৎপাদন করে পরে তা প্রক্রিয়াজাত করে বিটুমিনে রূপান্তরিত করা হয়। গতকাল বিকেলে বয়লারের পাশে একটি ক্রেন বসানো হচ্ছিল। সেখানে ওয়েল্ডিং মেশিনে ঝালাই দেওয়ার সময় আগুনের ফুলকি বয়লারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বয়লারের আশপাশে থাকা ছয়জন দগ্ধ হন।
আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে কোম্পানির লোকজন তাদের নিজস্ব গাড়িতে করে দগ্ধদের পার্শ্ববর্তী ভৈরবে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে কথা হয় ওই প্রতিষ্ঠানের দোভাষী সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছি। পরে কথা বলব।’ পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুলালকান্দি এলাকায় অবস্থিত চায়না কোম্পানিতে শুক্রবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছয়জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কোম্পানির লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
৩০ মিনিট আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে...
১ ঘণ্টা আগেআজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
২ ঘণ্টা আগে