Ajker Patrika

ময়লার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় সড়ক অন্ধকার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ময়লার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় সড়ক অন্ধকার

রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় দুই সড়কের পাশে খোলা পরিবেশে গড়ে উঠেছে দুটি ময়লার ভাগাড়। ভাগাড়ে জ্বলা আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে মহাসড়ক। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। 

দুটি ভাগাড়ের মধ্যে পাংশা পৌর এলাকার কলেজ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি। অপরটি একই এলাকায় পাংশা শহরে প্রবেশের একমাত্র সড়কের পাশে। 

জানা যায়, ২০১৮ সালে প্রথম শ্রেণির পৌরসভা মর্যাদা পায় পৌরসভাটি। এ অবস্থায় কলেজ মোড়ে মহাসড়কের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার জায়গা জুড়ে একটি ভাগাড়। কলেজ মোড় থেকে পৌর শহরে প্রবেশ সড়কের পাশ দিয়ে প্রায় ৮০ মিটার জায়গা জুড়ে আর একটি ভাগাড়। ভাগাড় দুটির মাঝামাঝিতে গড়ে উঠেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ভাগাড়ের আশপাশে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানোর জন্য প্রায়ই ভাগাড়ে জ্বালানো হয় আগুন। ভাগাড়ে জ্বালানো আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকছে সড়ক। ভাগাড় এলাকায় এলেই রুমাল বা হাত দিয়ে মুখ চেপে পার হচ্ছে পথচারীরা। ভাগাড়ে আগুন দিয়ে পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মহাসড়কে। 

ভাগাড় এলাকার ব্যবসায়ীরা জানান, প্রায়ই আগুন দিয়ে ভাগাড়ের ময়লা-আবর্জনা পোড়ানো হয়। একবার আগুন দিলে প্রায় ৫-৭ দিন ধরে আগুন জ্বলে। আগুন থেকে সব সময় ধোঁয়া বের হয়। সড়কে চলা গাড়িগুলো চোখে পড়ে না। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

মহাসড়কের এক যাত্রীবাহী বাস চালক বলেন, ‘প্রতিনিয়ত এই সড়কে গাড়ি চালাই। এই রাস্তায় যে গতিতে গাড়ি চলে আর এই এলাকায় যে পরিমাণ ধোঁয়া তাতে বিপরীত পাশের কিছুই দেখা যায় না।’ 

এলাকাবাসীরা জানান, ‘ভাগাড়ের দুর্গন্ধে এই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ওপর আবার ধোঁয়া, কি যে বিপদের মধ্যে আছি, তা বলে বোঝাবার নয়।’ 

এ বিষয়ে পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল বলেন, ভাগাড়ে ফেলা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধ কমানোর জন্যই রাতে ভাগাড়ে আগুন দেওয়া হয়। একবার আগুন দিলে সহজে নেভানো সম্ভব হয় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

ভারতের চেয়ে শুল্ক কম, ব্যবসায়ীরা সরকারকে কৃতজ্ঞতা জানাবে—আশা তৈয়্যবের

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত