Ajker Patrika

হরতালে বাস চালানোর ঘোষণা

হরতালে বাস চালানোর ঘোষণা

হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা বাস মিনিবাস চলাচল করবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে এই তথ্য জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এনায়েত বলেন, হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে পরিবহন ব্যবসায়ীরা লোকসান গুনতে চান না।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে করা বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত