Ajker Patrika

হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে, বিচারকের কাছে অভিযোগ দিলেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১: ৫৪
প্রিজনভ্যান থেকে নামার পর হাতকড়া পরানো হলে ক্ষুব্ধ হন সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রিজনভ্যান থেকে নামার পর হাতকড়া পরানো হলে ক্ষুব্ধ হন সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

হাতকড়া পরানোয় ক্ষুব্ধ হয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে। আজ রোববার (২০ এপ্রিল) শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ করেন পুলিশের দুই সদস্য।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার আওয়ামী লীগের ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির একপর্যায়ে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান আসামিদের হাতকড়া পরানোর বিষয়টি আদালতের নজরে আনেন।

হাতকড়া পরানোর বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আদালত দায়িত্বরত পুলিশ সদস্যদের ডাকেন। এ সময় এজলাসের দিকে এগিয়ে যান দুই পুলিশ কর্মকর্তা। তাঁরা আদালতকে বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশ অনুযায়ী গাড়ি থেকে নামানোর সময় হাতকড়া পরানো হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের আনা-নেওয়া কারা কর্তৃপক্ষের বিষয়। তারা যেভাবে আনে। গাড়িতে তুলে হাতকড়া খোলা হয়। এটিই প্র্যাকটিস। আসামিকে হাতকড়া পরিয়ে তোলা হবে কি না, তা সিদ্ধান্ত দেয় জেল কর্তৃপক্ষ। আসামিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বা নিরাপত্তাঝুঁকি থাকলে হাতকড়া পরানো হয়। জিয়াউল আহসান হেলমেট ছুড়ে মেরেছেন। এটা দায়িত্বরত পুলিশদের প্রতি হুমকি।

এ সময় শাজাহান খান বলেন, ‘গাড়ি থেকে নামানোর আগে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। আমি মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ছয়জন মুক্তিযোদ্ধা। এখানে আরও অনেকে মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতা আছেন। আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের আগেও ট্রাইব্যুনালে আনা হয়েছিল। কিন্তু হাতকড়া পরানো হয়নি। আজ এজলাসেও হাতকড়া পরিয়ে আনা হয়। আমরা মর্যাদা পেতে চাই। আপনি বিষয়টি দেখবেন।’

এ সময় তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। আসামিরা পুলিশ কর্মকর্তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন বলেও অভিযোগ তোলা হয়।

তখন চিৎকার করে প্রতিবাদ করেন কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এ রকম কোনো কথা হয়নি।’

এ সময় আদালত বলেন, ‘আপনারা মন্ত্রী ছিলেন। আপনারা ব্যবহার জানেন। পুলিশ জেল কোড অনুযায়ী করবে। আপনাদের ব্যবহার ঠিক করতে হবে। পুলিশকে বলব, “শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নিবেন, বাড়াবাড়ি করবেন না।”’

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আসামি হিসেবে মামলার কাগজপত্র পাওয়ার অধিকার রাখি। আমাদের যাতে মামলার কাগজপত্র দেওয়া হয়।’

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘তিনি সাবেক আইনমন্ত্রী। এই ট্রাইব্যুনালের আইন তিনি ভালো করেই জানেন। অভিযোগের কপি আসামিদের আইনজীবীদের দেওয়া হয়েছে। আর সব কাগজপত্র পাবেন ফরমাল চার্জ দাখিলের পর। এভাবেই ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত হয়েছে।’ আদালত বলেন, ‘আমরা দেখব আইন অনুযায়ী যাতে ব্যবস্থা নেওয়া হয়।’

পরে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আগামী ২০ জুলাই দিন ধার্য করে দেন।

এই মামলার আসামিদের মধ্যে যাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তাঁরা হলেন আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সোলায়মান মোহাম্মদ সেলিম, মো. জাহাংগীর আলম এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

গাড়ি থেকে নামার পর হাতকড়া পরানো হলে ক্ষুব্ধ হন সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া
গাড়ি থেকে নামার পর হাতকড়া পরানো হলে ক্ষুব্ধ হন সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এদিকে জুলাই-আগস্টের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুন পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় প্রতিবেদন দিতে আগামী ২৪ জুন দিন ধার্য করা হয়েছে। এই মামলায় ১১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা আসামিদের মধ্যে কেবল সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেপ্তার আছেন। তাঁকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে রাজউকের শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

করোনাকালে শুরু হওয়া লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উত্তরা ৬ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত রাজউকের শিক্ষার্থীরা ‘শিক্ষা না জুয়া, শিক্ষা শিক্ষা’, ‘জুয়া বন্ধ কর, পরীক্ষা চালু কর’, ‘আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’ সহ নানা শ্লোগান দেন।

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের দাবি, কোভিড-১৯ বা করোনাকালীন সময়ে স্কুল পর্যায় বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে লটারির ব‍্যবস্থা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারই ধারাবাহিকতায় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজেও ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়ার ব‍্যবস্থা করে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা বলেন, এখন দেশে করোনা মহামারি নেই। তবুও করোনাকালে চালু হওয়া লটারি পদ্ধতি এখনো চালু রয়েছে। যার কারণে মেধাবীরা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা লটারি পদ্ধতি বাতিল করে পরিক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালু করার জোর দাবি জানাচ্ছি।

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনে অংশ নেওয়া রাজউক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবু বক্কর সিদ্দিক আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করেছি। আমাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও একমত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কাছে লটারি পদ্ধতি বাতিলের আমাদের দাবি আমাদের।’

আয়মান আরও বলেন, ‘আমরা রোববার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের পুরাতন নির্দেশনা বাতিল করে নতুন নির্দেশনার অপেক্ষায় থাকব। নাহলে রোববার থেকে ক্লাস বর্জন করে আমরা নতুন কর্মসূচি শুরু করব।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজউক কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারি রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আলী ওরফে আল আমিন (৩০)। তিনি ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, লাশ ওসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৫: ০৮
দুপুরের দিকে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা
দুপুরের দিকে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে শিক্ষকেরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়ে বেলা দেড়টার পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন তাঁরা। বেলা ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন শিক্ষকেরা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

লালমনিরহাট হাতীবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম। আমরা সেখানে যাব এবং আমাদের দাবি নিয়ে কথা বলব; কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে-মুখে জলকামান নিক্ষেপ করেছে। এটা কেমন দেশ যে শিক্ষকদের ওপর হামলা করা হয়! মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘আমরা জাতীয়করণ চাই। সরকার দিতে চাইলেও তারা আটকে রাখে। অথচ সরকার ঘোষণা দিয়েছিল, আমাদের দাবি মেনে নেবে। কিন্তু সরকার টালবাহানা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভিসা দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর কিশোরগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা

অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ‎গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম (২২), কাচারীবাজার এলাকার বাসিন্দা তুহিন ইসলাম (২৫) ও তাঁর সহযোগী শামিম ইসলাম (২০)। ‎

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার বিজ্ঞাপন দেখে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া প্রমাণিত হলে তিনি থানায় মামলা করেন।

ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...

সম্পর্কিত