Ajker Patrika

কিশোরগঞ্জের ‘অপহৃত’ চিকিৎসককে ‘জঙ্গি’ বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২২: ৫০
Thumbnail image

দুই দিন আগে নিখোঁজ হওয়া কিশোরগঞ্জের চিকিৎসক মির্জা নূর কাউসারকে ‘জঙ্গি’ বলে দাবি করছে পুলিশ। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি করছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। 

আজ সোমবার রাতে কাউসারকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কাউসার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছে। আমরা আরও বেশ কয়েকজন চিকিৎসককে চিহ্নিত করেছি, যারা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়।’ 

সিটিটিসি প্রধান আরও বলেন, ‘গত শনিবার কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর গতকাল আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

 ২৮ বছর বয়সী এই চিকিৎসক কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার বাসিন্দা। শহরের খরমপট্টি এলাকায় সমবায় মার্কেটের দোতলায় মেডিক্স কোচিং সেন্টার পরিচালনায় যুক্ত ছিলেন কাউসার। গত শনিবার সন্ধ্যায় সেখান থেকে পাঁচজন লোক তাঁকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায়। 

ডা. কাউসারের স্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তাঁদের একটি মেয়ে রয়েছে। শহরের খরমপট্টি এলাকার একটি ভাড়া বাসায় তাঁদের সঙ্গে থাকেন কাউসারের বাবা আব্দুল হাকিম। 

তুলে নেওয়ার পরেই এ বিষয়ে কাউসারের পরিবার কিশোরগঞ্জ মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দেন। পরদিন তাঁর সহকর্মী চিকিৎসক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসার গাড়ির ভেতর থেকে আমাকে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলেছিল। ফোন বের করার সঙ্গে সঙ্গে আমার ফোনটি কেড়ে নেয় গাড়িতে থাকা এক লোক। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আমার ফোনটি অন ছিল। পরে বন্ধ পাওয়া যায়।’ 

মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি। এখন থানায় অভিযোগ দায়ের করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত