Ajker Patrika

ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও এলএসপিদের রাজস্বকরণ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩
ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও এলএসপিদের রাজস্বকরণ দাবি

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৬১টি জেলায় ইউনিয়নভিত্তিক ৪ হাজার ২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারের (এলএসপি) ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও রাজস্বকরণের দাবি জানিয়েছে এলএসপি কল্যাণ পরিষদ বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জামান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলডিডিপি প্রকল্পের আওতায় ৪ হাজার ২০০ জন দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অসহায়ত্বের কথা বিবেচনা করে এলএসপিদের ইউনিয়নভিত্তিক প্রাণিসম্পদ সেবাকেন্দ্র চালু করে সরাসরি নিয়োগের মাধ্যমে ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও চাকরি রাজস্বকরণের জোর দাবি জানাচ্ছি।’

এস এম জামান আরও বলেন, চিকিৎসালয় হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আছে, কৃষকদের জন্য আছে ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, কিন্তু স্থায়ীভাবে খামারিদের জন্য ইউনিয়নভিত্তিক প্রাণিসম্পদ সেবা বা পরামর্শকেন্দ্র না থাকায় প্রান্তিক খামারিদের সুদূর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে জরুরি অবস্থায় অসুস্থ প্রাণীকে চিকিৎসাসেবার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে খামারিরা প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে দেশ ও খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত