Ajker Patrika

গণপূর্তের বাড়ি সালাম মুর্শেদীর নামে বরাদ্দের নথি দাখিলে সময় দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭: ০১
Thumbnail image

রাজধানীর গুলশানে গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত বাড়ি আব্দুস সালাম মুর্শেদীর নামে বরাদ্দ করা সংক্রান্ত যাবতীয় নথি দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গৃহায়ণ ও গণপূর্তের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে এসব নথি দাখিল করতে বলা হয়েছে।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশ দেন।

এ ছাড়া গণপূর্তের এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর সালাম মুর্শেদীর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

২০১৮ সালে খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত