Ajker Patrika

‘গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব মুক্তিযুদ্ধের রাজনৈতিক পক্ষের বড় দুর্বলতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮: ৩৫
Thumbnail image

নীতি ও আদর্শ নয়, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মুক্তিযুদ্ধের রাজনৈতিক পক্ষের বড় দুর্বলতা বলে মন্তব্য করছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ এর নেতারা। 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ আয়োজিত বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট, পরিণতি ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ফোরামের নেতারা এ কথা বলেন। 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.)। 

তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের ৩৫ তম অর্থনীতির দেশ। চলমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ২৫ তম অর্থনীতির দেশে হব আমরা। কিন্তু এই সব সম্ভাবনা মোটেই শঙ্কা ও চ্যালেঞ্জ মুক্ত নয়। বড় চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী রাজনীতি। ধর্মান্ধতা, জামায়াত, হেফাজতের আস্ফালন বাড়ছে বৈ কমছে না।’ 

‘নীতি ও আদর্শ নয়, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মুক্তিযুদ্ধের রাজনৈতিক পক্ষের বড় দুর্বলতা। তবে বাংলাদেশের তরুণ প্রজন্ম, নতুন ভোটার যদি সচেতন ও সতর্ক থাকে এবং উপলব্ধি করে তাদের উজ্জল ভবিষ্যতের জন্য কোন ধরনের রাষ্ট্র ও রাজনীতি অপরিহার্য, তাহলে সকল শঙ্কা ও চ্যালেঞ্জ উতরিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে।’ 
 
তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে। বড় বড় যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। বিশ্ব অঙ্গনে এখন নতুন সম্ভাবনাময় এক দেশের নাম বাংলাদেশ। গত প্রায় ১৫ বছর বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্র চলছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব অঙ্গনে মর্যাদাশীল একটি অবস্থানে অধিষ্ঠিত হতে পেরেছে। সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। দারিদ্র্য বিমোচন ও জঙ্গি সন্ত্রাস দমনের রোল মডেল। পরবর্তী আফগানিস্তান নয়, এখন বিশাল এক সম্ভাবনার নাম বাংলাদেশ। 

বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সারা বিশ্বের দরজা আজ উন্মুক্ত, জঙ্গি-সন্ত্রাস আর উগ্রবাদের অপবাদ কেউ দিতে পারে না। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, আকাশে নিজস্ব স্যাটেলাইট, বাংলাদেশের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.)। 

ফোরামের যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—ফোরামের কার্যনির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ম হামিদ, মহাসচিব হারুন হাবীব, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, সাবেক ডাকসু ভিপি অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত