Ajker Patrika

সাংবাদিক রোজিনার মামলার বাদীকে অন্য শাখায় বদলি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মে ২০২১, ১৯: ৪৩
সাংবাদিক রোজিনার মামলার বাদীকে অন্য শাখায় বদলি

ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানীকে অন্য শাখায় বদলি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

গত ১৭ মে জারি করা প্রজ্ঞাপন দেখা গেছে, উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী জনস্বাস্থ্য–১ শাখায় কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে সরিয়ে জনস্বাস্থ্য–২ শাখায় বদলি করা হয়েছে। আদেশে আরও বলা হয়, দাপ্তরিক কাজের সুবিধার্থে বদলি বা পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ঘটনা ঘটেছে ভবনের চতুর্থ তলায় অবস্থিত সচিবের একান্ত সচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার কক্ষে। আর এই ঘটনায় করা মামলায় বাদী হয়েছেন ভবনের দোতলায় অবস্থিত জনস্বাস্থ্য–১ শাখার উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী। অথচ ঘটনার সময় ডা. শিব্বির ওসমানী উপস্থিত ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত