Ajker Patrika

ট্রাকের হঠাৎ হর্ন, আঁতকে উঠে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

গাজীপুর প্রতিনিধি
ট্রাকের হঠাৎ হর্ন, আঁতকে উঠে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

হেঁটে খাল পার হচ্ছিলেন আরিফুর রহমান (২০)। কানের কাছে হঠাৎ বেজে ওঠে ট্রাকের হাইড্রোলিক হর্ন। আঁতকে উঠে লাফ দেন তিনি। তলিয়ে যান গভীর পানিতে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার খালে নিখোঁজ হন আরিফুর রহমান দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আরিফুর রহমান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলেব উদ্দিনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে পাইনশাইল এলাকায় বসবাস করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, আরিফুর রহমান সকালে পাইনশাইল এলাকায় কম পানি থাকা অংশ দিয়ে হেঁটে খাল পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকও ওই খাল পার হচ্ছিল। হঠাৎ হর্ন দেন ট্রাক চালক। আঁতকে উঠে খালের বেশি পানি থাকা অংশে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আরিফুরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত