সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার লাথি মারার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে তাঁকে লাথি মেরেছেন। মোতালেব মানসিক প্রতিবন্ধী। এ বিষয়টি তিনি আগে জানতেন না।
ভুক্তভোগী মোতালেবের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা গেছে, গতকাল রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলবাইদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ছোট একটি লাঠি হাতে পরিষদ চত্বরে যান। তিনি মোশারফ নামের এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে নিবৃত্ত করে তাড়িয়ে দেন। পরে বেলা দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। চেয়ারম্যান নূরে আলম মুক্তা এগিয়ে এসে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি চেয়ারম্যানকে আঘাত করে বসেন। এ সময় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন।
এ ঘটনার এক দিন পর আজ সোমবার দুপুর থেকে ‘চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা অসহায় এক অটোরিকশাচালককে লাথি মারছেন’ এমন ক্যাপশন দিয়ে চার সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা জানতে প্রত্যক্ষদর্শী দফাদার প্রহর লাল, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ওই লোককে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি হঠাৎ দৌড়ে গিয়ে চেয়ারম্যানকে লাথি দেন। এ ঘটনায় চেয়ারম্যানও ক্ষিপ্ত হয়ে লাথি মেরেছেন। পরে জানা যায়, লোকটি মানসিক প্রতিবন্ধী। তিনি নিজ এলাকায়ও অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া জানান, মোতালেব মানসিক রোগী। প্রায়ই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। ভিডিওটির অংশবিশেষ প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (মোতালেবের এলাকা) ইউপি সদস্য বদর উদ্দিন বলেন, মোতালেব হোসেন মানসিক ভারসাম্যহীন।
মোবাইল ফোনে মোতালেবের ভাতিজা ফারুক হোসেন ও ভাতিজি সাজেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চাচা মোতালেব হোসেন প্রায় ছয় বছর আগে বিদেশ থেকে ফেরার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এটা সবাই জানে, চেয়ারম্যান যদি চাচাকে আঘাত না করে আটকে রেখে খবর দিতেন, তাহলে ভালো হতো। আর যারা আমাদের কাছে না জেনেই ভিডিওটি ছড়িয়ে দিচ্ছে, তারাও ঠিক করছে না।
এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ২ মার্চ পারিবারিক কলহের জেরে সরকার নূরে আলম মুক্তা তাঁর প্রতিবেশী জেসমিন আক্তারকে (৩৫) মারধর করেছিলেন। অপর প্রতিবেশী রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চেয়ারম্যান মুক্তা বেশ কয়েক দিন টাঙ্গাইল কারাগারে ছিলেন।
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার লাথি মারার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে তাঁকে লাথি মেরেছেন। মোতালেব মানসিক প্রতিবন্ধী। এ বিষয়টি তিনি আগে জানতেন না।
ভুক্তভোগী মোতালেবের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা গেছে, গতকাল রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলবাইদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ছোট একটি লাঠি হাতে পরিষদ চত্বরে যান। তিনি মোশারফ নামের এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে নিবৃত্ত করে তাড়িয়ে দেন। পরে বেলা দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। চেয়ারম্যান নূরে আলম মুক্তা এগিয়ে এসে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি চেয়ারম্যানকে আঘাত করে বসেন। এ সময় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন।
এ ঘটনার এক দিন পর আজ সোমবার দুপুর থেকে ‘চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা অসহায় এক অটোরিকশাচালককে লাথি মারছেন’ এমন ক্যাপশন দিয়ে চার সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা জানতে প্রত্যক্ষদর্শী দফাদার প্রহর লাল, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ওই লোককে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি হঠাৎ দৌড়ে গিয়ে চেয়ারম্যানকে লাথি দেন। এ ঘটনায় চেয়ারম্যানও ক্ষিপ্ত হয়ে লাথি মেরেছেন। পরে জানা যায়, লোকটি মানসিক প্রতিবন্ধী। তিনি নিজ এলাকায়ও অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া জানান, মোতালেব মানসিক রোগী। প্রায়ই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। ভিডিওটির অংশবিশেষ প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (মোতালেবের এলাকা) ইউপি সদস্য বদর উদ্দিন বলেন, মোতালেব হোসেন মানসিক ভারসাম্যহীন।
মোবাইল ফোনে মোতালেবের ভাতিজা ফারুক হোসেন ও ভাতিজি সাজেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চাচা মোতালেব হোসেন প্রায় ছয় বছর আগে বিদেশ থেকে ফেরার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এটা সবাই জানে, চেয়ারম্যান যদি চাচাকে আঘাত না করে আটকে রেখে খবর দিতেন, তাহলে ভালো হতো। আর যারা আমাদের কাছে না জেনেই ভিডিওটি ছড়িয়ে দিচ্ছে, তারাও ঠিক করছে না।
এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ২ মার্চ পারিবারিক কলহের জেরে সরকার নূরে আলম মুক্তা তাঁর প্রতিবেশী জেসমিন আক্তারকে (৩৫) মারধর করেছিলেন। অপর প্রতিবেশী রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চেয়ারম্যান মুক্তা বেশ কয়েক দিন টাঙ্গাইল কারাগারে ছিলেন।
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এসিল্যান্ড সিরাজুমকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
১০ মিনিট আগেমৃত্যুর পরও ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি করা হয়েছে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নানকে। গত রোববার (২৩ মার্চ) নগরের বোয়ালিয়া থানায় করা একটি মামলায় আসামি করা হয়েছে তাঁকে। তিনি মামলার ৫৮ নম্বর আসামি বলে জানা গেছে।
১৫ মিনিট আগেএমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণ কাজ চলমান থাকার কারণে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
২৪ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ৈ জঙ্গল গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মুক্তা বেগম (৫০)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
২৯ মিনিট আগে