Ajker Patrika

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ককটেল হামলায় আহত ১৫

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫: ৪০
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ককটেল হামলায় আহত ১৫

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুরসহ দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত কয়েক দফায় সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ও বেহের কান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ এবং উভয় পক্ষের নারী, পুরুষ, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। 

এ ঘটনায় উভয় পক্ষের জাহাঙ্গীর (৪৫), বাবু (৩২), রবিন (১৮), কালাম শেখ (৩৫), তুহিন (১৮), রাকিব (১৮), জাহিদ (৬), রোকসনা বেগম (৪৫), পুতুল (২২), শাহপরান (৩০), আশিক (৩০), ইমরানসহ (২০) মোট ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ইউপি নির্বাচনে মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল আমিন দেওয়ানের সঙ্গে একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য স্বপন দেওয়ানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনা ঘটে। সেই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০টি বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণসহ দেশীয় অস্ত্র দিয়ে গুলি করলে পাঁচজন গুলিবিদ্ধ হয়। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনার পর থেকে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। ফলে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ ঘটনায় হামলার শিকার হয়েছেন দাবি করে আসন্ন ইউপি নির্বাচনের মেম্বার পদপ্রার্থী নুরুল আমিন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, `আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মেম্বার পদে প্রার্থী হব এমন ঘোষণা দেওয়ার পর থেকে বর্তমান মেম্বার স্বপন দেওয়ান আমাকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। আমার লোকজনকে মারধরের পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তারা। এসব ঘটনার প্রতিবাদ করায় আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে আমাদের পরিবারের দুই নারীসহ আরও বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে আমরা কেউ গ্রামে ফিরতে পারছি না। হামলার ভয় ও আতঙ্কে দিনযাপন করছি।' 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য স্বপন মেম্বার আজকের পত্রিকাকে বলেন, `নুরুল আমিন ও বিএনপি নেতা উজির আলীর লোকজন আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমার কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়ে এখন চিকিৎসাধীন রয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।' 

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, হামলা ও মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া চলমান লকডাউনের মধ্যেও এমন হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের দ্রুত আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানের পরিস্থিতি আগের থেকে কিছুটা স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত