Ajker Patrika

উত্তরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮: ১৫
উত্তরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবদুল্লাহ (২১) ও মো. রফিক (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে সোমবার সন্ধ্যায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে আব্দুল্লাহ ও রফিকের পকেট থেকে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেটগুলো কালো স্কচটেপ পেঁচিয়ে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত