Ajker Patrika

মুন্সিগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬: ০৯
মুন্সিগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী মোস্তফা (৪৫) হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকাণ্ডের তিন দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন নিরীহ শান্ত স্বভাবের মানুষ ছিলেন মোস্তফা। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসামি রাজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অথচ ঘটনার ৩ দিনেও তাঁকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। আগামী দুই দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিহত মোস্তফার স্ত্রী সুলতানা বলেন, ‘আমার স্বামী দোকানের আয় দিয়ে সংসার চালাতেন। তিন দিন ধরে তিনি পৃথিবীতে নেই। তিনটি বাচ্চা নিয়ে আমি অসহায় জীবন যাপন করছি। আমি স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’

মোস্তফার মেয়ে জান্নাত বলে, ‘আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।’

মুন্সিগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন।গত ১৬ মার্চ সকালে টঙ্গিবাড়ী উপজেলার বাঘিয়া বাজারের নিজ দোকানে কাঠের নকশা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মোস্তফাকে হত্যা করেন রাজন। মোস্তফা টঙ্গিবাড়ী উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে।

 এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আসামিকে ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত