Ajker Patrika

ডিআরইউ সমবায় সমিতির নতুন সভাপতি আবুল হোসেন, সম্পাদক বদরুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিআরইউ সমবায় সমিতির নতুন সভাপতি আবুল হোসেন, সম্পাদক বদরুল আলম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২১-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এসএম আবুল হোসেন (দেশবাংলা) সভাপতি এবং মো. বদরুল আলম চৌধুরী (দৈনিক খোলা কাগজ) সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার এ নির্বাচনের ফল প্রকাশ করা হয়। কার্যনির্বাহী কমিটিতে সম্পাদকীয় অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন- সহসভাপতি শাহীন হাসনাত (দিগন্ত টিভি), যুগ্ম সম্পাদক-সেলিনা শিউলী (বাসস), কোষাধ্যক্ষ-মোহাম্মদ আতিকুর রহমান (ভোরের কাগজ)। 

কার্যনির্বাহী কমিটিতে পরিচালক পদে নির্বাচিতরা হলেন- কাজী ইমরুল কবীর সুমন (দৈনিক বাংলাদেশ কন্ঠ), আইয়ুব আনসারী (সংবাদ সারাবেলা), মো. রেজাউর রহিম (আজকের পত্রিকা), বরুণ ভৌমিক নয়ন (সরাসরি), শেখ এনামুল হক (ইস্টার্ন ক্রিসেন্ট), শাহনাজ পারভীন এলিস (সংবাদ সারাবেলা), মো. আবু জাফর (দৈনিক জনতা)। 

সমবায় অধিদপ্তরের মনোনীত নির্বাচন কমিশন শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বর্তমান কমিটি আজ শনিবার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত