নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান। আর যাঁর সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ, তিনি হলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার
৩ মিনিট আগেখাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামগড়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কাজী রিপনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে।
৬ মিনিট আগেএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে চিরতরে দুর্নীতিকে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরোনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ শেখ
৯ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
৩১ মিনিট আগে