Ajker Patrika

সাবেক মন্ত্রী মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
সাবেক মন্ত্রী মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার

ফরিদপুরের যাবতীয় রাজনৈতিক অনাচারের হোতা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।

একসময়ের ‘মহাক্ষমতাধর’ এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ফরিদপুর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁরা বলেছেন, দীর্ঘদিন তিনি ফরিদপুরে যাবতীয় চাঁদাবাজি ও টেন্ডারবাজির নেতৃত্ব দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে ফরিদপুরের আকাশ ‘মেঘমুক্ত’ হলো। 

বাবরকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সংবাদ সম্মেলনে বলা হয়, ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হওয়ার পেছনে বাবরের হাত ছিল। তিনি সরকারি দপ্তরের টেন্ডার বাণিজ্য এবং চাকরি দেওয়ার নাম করে টাকাপয়সা আদায় করতেন। তাঁর ছত্রচ্ছায়ায় শহরে ‘হেলমেট বাহিনী’ ও ‘হাতুড়ি বাহিনী’ নামে দুটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন। ফরিদপুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকেই আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবরের নাম বলেছেন।

পুলিশ জানায়, ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পুলিশ। মোহতেশাম হোসেন বাবর সেই মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি এ এইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, যুবলীগের নেতা আশিকুর রহমান ফারহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, যুবলীগের নেতা কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম। এই ১০ আসামির মধ্যে যুবলীগের নেতা মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম এখনো পলাতক।

ফরিদপুরের বাসিন্দারা জানান, সাংসদ মোশাররফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর ভাই বাবর একটি বিশেষ বলয় তৈরি করেন। সেই বলয়ে ছিলেন মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদ এবং রুবেল, বরকত। তাঁরা জেলার সড়ক ও জনপথ, পিডব্লিউডি, এলজিইডি, হেলথ, বিআরটিএ, পৌরসভা, বিদ্যুৎ, জেলা পরিষদ, ফ্যাসিলিটিজ, পানি উন্নয়ন বোর্ড, মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ধরনের টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য শুরু করেন। এর পাশাপাশি জোর করে নিরীহ মানুষের জমি দখল করে নামমাত্র মূল্যে ক্রয় করতে থাকেন। এভাবে তাঁরা বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি তাঁরা জেলার রাজনীতির নিয়ন্ত্রণ করতেও শুরু করেন।  

এ অবস্থায় ২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। ওই মামলার আসামি হিসেবে ২০২০ সালের ৭ জুন রাতে রুবেল, বরকতসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের পরই মুখ খুলতে শুরু করে ফরিদপুরের মানুষ। একের পর এক বেরিয়ে আসে সন্ত্রাসী কর্মকাণ্ডের লোমহর্ষক কাহিনি। এই অভিযানের মধ্য দিয়ে ফরিদপুরের রাজনীতিতে খন্দকার মোশাররফ ও তাঁর ভাইয়ের আধিপত্যের অবসান হয়। এরপরই শান্ত হয় ফরিদপুর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত