Ajker Patrika

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু ৮ এপ্রিল

দেশে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে। চল্লিশোর্ধ্বদের প্রথম ডোজ দেওয়া শেষ হবে আগামীকাল ৬ এপ্রিল, মঙ্গলবার।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।   

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলার সময় বাকি ভ্যাকসিন চলে আসবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন কিনছে সরকার। গত বছরের ৫ নভেম্বর এসআইআই এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সরকার সেরাম থেকে প্রতি ডোজ ভ্যাকসিন পাঁচ ডলার দামে তিন কোটি ডোজ আনবে।

এরই মধ্যে ভারত উপহার দিয়েছে ২০ লাখ ডোজ, সেরাম থেকে দুই চালানে এসেছে ৭০ লাখ এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় নরেন্দ্র মোদি উপহার দেন ১২ লাখ ডোজ। সব মিলিয়ে ১ কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন থেকে ৬০ লাখেরও বেশি এরই মধ্যে প্রয়োগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত