Ajker Patrika

দোহারে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহারে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন মুকসুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান। 

অপরদিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগও বিকেলে মুকসুদপুর ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

মোটরসাইকেল শোভাযাত্রা কালে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান বলেন,  আমরা এই শোভাযাত্রাটি নিয়ে মুকসুদপুর ইউনিয়নের সবগুলো স্থান ঘুরে জনসাধারণের সঙ্গে দেখা করব। আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তায় পাশ দিয়ে যাব কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। 

অপরদিকে ওই ইউনিয়নের আরেক জন নৌকা প্রত্যাশিত ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ তাঁর নির্বাচনী দুইশত মোটরসাইকেল শোভাযাত্রা কালে সরকারি পদ্মা কলেজ মাঠে তিনি বলেন, আজকে আমার এই মোটরসাইকেল শোভাযাত্রায় যেসব মুরব্বিরা এসেছে তাঁদেরকে  ধন্যবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও আমার এই ইউনিয়নকে সেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত