অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনার জেরে রমজান পরিবহনের বাস আটকে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে রামপুরা বাজার এলাকায় রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির ব্যানারে বাস আটকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপুরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত ২৫ জানুয়ারি মো. সাজিদ শেখ (১৬) নামের এক কিশোর রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সাজিদ রামপুরায় একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। ওই দিন কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাসের মেইন সড়ক অবরোধ করা হয়। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাজিদ হত্যার বিচার ও রমজান বাস বন্ধের দাবি জানান তাঁরা।
নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘কিছুই চাই না, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার একটিমাত্র সন্তান রমজান পরিবহন তার নিজের দোষে হত্যা করেছে।’
দোকানমালিক আল আমিন জানান, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে রামপুরা-বাড্ডা রোডে যানচলাচল বন্ধ থাকে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনার বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।’
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনার জেরে রমজান পরিবহনের বাস আটকে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে রামপুরা বাজার এলাকায় রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির ব্যানারে বাস আটকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপুরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত ২৫ জানুয়ারি মো. সাজিদ শেখ (১৬) নামের এক কিশোর রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সাজিদ রামপুরায় একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। ওই দিন কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাসের মেইন সড়ক অবরোধ করা হয়। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাজিদ হত্যার বিচার ও রমজান বাস বন্ধের দাবি জানান তাঁরা।
নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘কিছুই চাই না, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার একটিমাত্র সন্তান রমজান পরিবহন তার নিজের দোষে হত্যা করেছে।’
দোকানমালিক আল আমিন জানান, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে রামপুরা-বাড্ডা রোডে যানচলাচল বন্ধ থাকে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনার বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৪ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৪ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর মূল গতিপথের
৪ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৪ ঘণ্টা আগে