অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনার জেরে রমজান পরিবহনের বাস আটকে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে রামপুরা বাজার এলাকায় রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির ব্যানারে বাস আটকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপুরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত ২৫ জানুয়ারি মো. সাজিদ শেখ (১৬) নামের এক কিশোর রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সাজিদ রামপুরায় একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। ওই দিন কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাসের মেইন সড়ক অবরোধ করা হয়। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাজিদ হত্যার বিচার ও রমজান বাস বন্ধের দাবি জানান তাঁরা।
নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘কিছুই চাই না, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার একটিমাত্র সন্তান রমজান পরিবহন তার নিজের দোষে হত্যা করেছে।’
দোকানমালিক আল আমিন জানান, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে রামপুরা-বাড্ডা রোডে যানচলাচল বন্ধ থাকে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনার বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।’
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহতের ঘটনার জেরে রমজান পরিবহনের বাস আটকে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে রামপুরা বাজার এলাকায় রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির ব্যানারে বাস আটকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপুরে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত ২৫ জানুয়ারি মো. সাজিদ শেখ (১৬) নামের এক কিশোর রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সাজিদ রামপুরায় একটি মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। ওই দিন কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হন। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাসের মেইন সড়ক অবরোধ করা হয়। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাজিদ হত্যার বিচার ও রমজান বাস বন্ধের দাবি জানান তাঁরা।
নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, ‘কিছুই চাই না, আমার সন্তান হত্যার বিচার চাই। আমার একটিমাত্র সন্তান রমজান পরিবহন তার নিজের দোষে হত্যা করেছে।’
দোকানমালিক আল আমিন জানান, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে রামপুরা-বাড্ডা রোডে যানচলাচল বন্ধ থাকে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনার বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।’
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
৩২ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২ ঘণ্টা আগে