নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদার নির্বাচন কমিশনকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন, তাঁর আলাদা কোনো এজেন্ডা আছে। মাহবুব তালুকদার মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেন আর মিডিয়া সেটা নিয়ে নেমে পড়ে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধের জটিলতা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনে সহিংসতার দায় অস্বীকার করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে ৭০ শতাংশ ভোট পড়ে না। যে সমস্ত সহিংসতা হয়েছে, সেগুলো কেন্দ্রের বাইরে হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দায়ী।’
এর আগে কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দুই বছর আগে এই উদ্যোগ নিয়েছিলাম এবং প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সে সময় তা বাস্তবায়িত হয়নি। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আমি জানি আমরা কাজটি শেষ করতে পারব না। কিন্তু আমরা কাজটি শুরু করে দিলাম। পরবর্তী সময়ে যাঁরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন, তাঁরা যদি আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করেন, তাহলে তাঁদের জন্য সহজ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের আইডেনটিটির প্রথম শর্ত। পিছিয়ে পড়া যেসব মানুষ পিতামাতার পরিচয়হীনতার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেন না, তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে সব শ্রেণি-পেশার মানুষকে সমান গুরুত্ব দিতে হবে।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সংবিধানের অনেক ধারাই বাস্তবতার সঙ্গে মেলে না। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সবকিছুই বাদ দিতে হবে। যার পিতৃ-মাতৃ পরিচয় নেই, তার মানবাধিকারও নেই।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদার নির্বাচন কমিশনকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন, তাঁর আলাদা কোনো এজেন্ডা আছে। মাহবুব তালুকদার মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেন আর মিডিয়া সেটা নিয়ে নেমে পড়ে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধের জটিলতা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনে সহিংসতার দায় অস্বীকার করে সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে ৭০ শতাংশ ভোট পড়ে না। যে সমস্ত সহিংসতা হয়েছে, সেগুলো কেন্দ্রের বাইরে হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দায়ী।’
এর আগে কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দুই বছর আগে এই উদ্যোগ নিয়েছিলাম এবং প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সে সময় তা বাস্তবায়িত হয়নি। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আমি জানি আমরা কাজটি শেষ করতে পারব না। কিন্তু আমরা কাজটি শুরু করে দিলাম। পরবর্তী সময়ে যাঁরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন, তাঁরা যদি আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করেন, তাহলে তাঁদের জন্য সহজ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের আইডেনটিটির প্রথম শর্ত। পিছিয়ে পড়া যেসব মানুষ পিতামাতার পরিচয়হীনতার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেন না, তাঁদের অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে সব শ্রেণি-পেশার মানুষকে সমান গুরুত্ব দিতে হবে।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সংবিধানের অনেক ধারাই বাস্তবতার সঙ্গে মেলে না। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সবকিছুই বাদ দিতে হবে। যার পিতৃ-মাতৃ পরিচয় নেই, তার মানবাধিকারও নেই।’
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
৪ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
১০ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় বাসচাপায় মাদারীপুরের একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন এলাকাবাসী।
১২ মিনিট আগে