Ajker Patrika

রাজধানীর আদাবর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর আদাবরে ঝুলন্ত অবস্থায় থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সৈয়দা সিনথিয়া (২৮)। আজ সোমবার রাতে স্থানীয় ও বাড়ির মালিকের দেওয়া খবরে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ। 

ওসি বলেন, আদাবর এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই বাসায় নিহত নারী ও তাঁর স্বামী থাকতেন। তাঁদের কোনো ছেলে-মেয়ে নেই। ভাড়াটিয়া ফরমে তাদের স্থায়ী ঠিকানা ঢাকার মগবাজার উল্লেখ করা রয়েছে। 

শাকের মোহাম্মদ জানান, নিহত নারী ও তাঁর স্বামী ২০২০ সাল থেকে এই বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামীর নাম সামিউ বীন রাব্বানী। উল্লেখযোগ্য কোনো পেশা তাঁদের ছিল না। বাড়ি ভাড়ার টাকা দিতে পারছিলেন না তাঁরা। পরে গত ১৫ জুলাই রাব্বানী বাড়ি যাচ্ছেন এসে বাড়ি ভাড়া দেবেন বলে জানিয়েছিলেন। ১৫ তারিখ বাড়ির নিচে এসে স্বামীকে বিদায় দিয়ে যান সিনথিয়া। এরপর থেকে তাঁর কোনো আলাপচারিতা পাওয়া যায়নি। আজ পচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির অন্য বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি বাড়ি মালিককে জানান। বাড়ির মালিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সিনথিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

কত টাকা বাড়ি ভাড়া বাকি জানতে চাইলে এ বিষয়ে ওসি জানেন না বলে জানান। নিহত নারীর মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত