Ajker Patrika

সড়কে পাওয়া লাশ ৭ দিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০: ৪৩
উদ্ধার করা লাশের হাতের ট্যাটু। ছবি: সংগৃহীত
উদ্ধার করা লাশের হাতের ট্যাটু। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহআলী এলাকার একটি সড়ক থেকে তোশকে প্যাঁচানো হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহ ধরে প্রযুক্তিগতভাবে চেষ্টা করেও পুলিশ তাঁর নাম ও পরিচয় শনাক্ত করতে পারেনি। তাই সাত দিন ধরে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় না পাওয়া গেলে তাঁকে অজ্ঞাত হিসেবেই দাফন করা হবে। ১ ডিসেম্বর সকাল ৬টার দিকে শাহআলীর উত্তর বিসিল এলাকার একটি সড়ক থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা তোশকটি সড়কে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন রায় আজকের পত্রিকাকে বলেন, গত ১ ডিসেম্বর মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে উত্তর বিসিলের হোসনে আরা বেগম নামে এক নারীর বাসার সামনে একটি তোশক বাঁধা দেখতে পান। তারা লাঠি দিয়ে তোশকটি নারিয়ে প্রথমে নারীর চুল দেখতে পান, এরপর পোশাক দেখে নিশ্চিত হয়, ভেতরে লাশ। তারা পুলিশে খবর দেয়। চারটি গামছা দিয়ে তাঁর হাত-পা পিঠ মোড়া দিয়ে বাঁধা ছিল।

তিনি বলেন, ওই নারীকে কোথাও হত্যা করে এখানে লাশ ফেলা হয়েছে। কেউ ওই নারীকে চিনতে না পারায়, সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক বিভাগ প্রযুক্তির সহায়তা নেয়। তাঁর আঙুলের ছাপ নিলেও তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাঁর বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। ময়নাতদন্ত করে ওই নারীর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত নারীর হাতে ‘এস’ লেখা একটি ট্যাটু রয়েছে। পুলিশ এই ট্যাটুর সূত্র ধরে প্রাথমিকভাবে এই নারীকে যৌনকর্মী বলে মনে করছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর বাম হাতের যে ট্যাটু সেটি রাজধানীর যৌনকর্মীদের একটি সংগঠনের চিহ্ন। সেই সূত্রধরে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসি ক্যামরে পাওয়া যায়নি। তবে ওই সড়কটিতে প্রবেশের মুখের সিসি ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সেই ফুটেজে একটি ময়লার গাড়ি দেখা গেছে। পুলিশের ধারণা ওই ময়লার গাড়ি থেকেও লাশ ফেলে যাওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত