Ajker Patrika

কসমেটিকস বিক্রিতে লাগবে ওষুধ প্রশাসনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক ঢাকা
Thumbnail image

কসমেটিক বিক্রিতে ওষুধ প্রশাসনের অনুমোদন লাগবে। ওষুধ ও কসমেটিকস আইন-২০২২ এ এই নির্দেশনা রয়েছে। আজ সোমবার মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকের পর আজ বিকেলে পরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ওষুধ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন আইনে কিছু সংযোজন করা হয়েছে। বর্তমান আইনটি হবে ওষুধ ও কসমেটিকস আইন ২০২২। এখানে ক্লিনিক্যাল ট্রায়াল, ওষুধের কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় নির্দেশনা রয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে কসমেটিকস এবং মেডিকেল ডিভাইস সংযোজন করা হয়েছে। খসড়া আইনে মেডিকেল ডিভাইস ও কসমেটিকসের বিষয়টি উল্লেখ ছিল না। এই আইনে ৩০টি বিষয়ের শাস্তির বিধান রয়েছে। অপরাধ এবং ধরন অনুযায়ী এর শাস্তি নির্ধারিত রয়েছে। ২০ হাজার থেকে ১০ লাখ টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আইনে। 

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নকল ওষুধ উৎপাদন মজুত, বিতরণ বা ভেজাল ওষুধ বিতরণ এবং সরকারি ওষুধ বিক্রি, বিতরণ করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ওটিসির পণ্য বা ওভার দা কাউন্টার বা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিধান রয়েছে। এর বাইরে অন্যান্য বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত