Ajker Patrika

এসডিজি অর্জনে উন্নত দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি রাখছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
এসডিজি অর্জনে উন্নত দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি রাখছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করছে না। এমনই অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। আজ বুধবার ঢাকায় ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা পর যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপটে জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং এর পরিণতিতে এসডিজি বাস্তবায়ন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘৩৮টি উন্নত দেশের মধ্যে ৩৩টিই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের নিজ নিজ প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না।’ 

এসডিজির বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তি দিয়ে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে—বাংলাদেশ স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারত্বর ভিত্তিতে ভূমিকা পালনে প্রস্তুত আছে বলেও জানান তিনি।

পরিবেশসম্মত শিল্পায়নের জন্য বাংলাদেশে উদ্যোক্তারা শিল্পকারখানাগুলোর আধুনিকায়নে জোর চেষ্টা চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের মাঝামাঝি দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা পাঁচ শতাধিক হবে। 

সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূতেরা তাঁদের বক্তব্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দেশে দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত