Ajker Patrika

জাপানি দুই শিশুকে আপিল বিভাগে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে আগামীকাল বুধবার আপিল বিভাগে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। এদিন জাপানি মা নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে জাপানি দুই শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায়ে বলা হয়। তবে জাপানি মা ও তাদের বাংলাদেশি বাবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

এদিকে দুই মেয়েকে নিজের কাছে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন নাকানো এরিকো এবং ইমরান শরীফ। তবে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জাপানি মা। এতে আদালত অবমাননার মামলা করেন বাবা ইমরান শরীফ। পরে অবশ্য মামলা লড়তে বাংলাদেশে আসেন নাকানো এরিকো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত