Ajker Patrika

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে তলব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে তলব 

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আগামী ৬ নভেম্বর তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দিয়েছিলেন মো. আখতারুজ্জামান। পরে তিনি ২০১৯ সালের ২০ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর ২০২১ সালের ১৮ অক্টোবর স্থায়ী হন তিনি।   

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বক্তব্যের লিংক ইউটিউবে প্রচারিত হতে থাকলে সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। বিষয়টি তিনি হাইকোর্টের এই বেঞ্চে পাঠান। বিষয়টি আজ রোববার কার্যতালিকায় আসলে শুনানি হয়।  

তিনি আরও বলেন, হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য এতটাই অশালীন, যেটা স্বাভাবিকভাবে কোনো শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তা ছাড়া এ ধরনের বক্তব্য তার জীবনের জন্য হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত