গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্ সহকারী রাষ্ট্রদূত।
পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।
এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।
গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পুর্বখন্ড গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগানে ঢোকেন ডাচ্ সহকারী রাষ্ট্রদূত।
পরে তিনি বেশ কিছুক্ষণ টিউলিপ বাগানের চারপাশ ঘুরে ঘুরে দেখেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তাঁর রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে দশটার দিকে ডাচ্ সহকারী রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে আমাদের পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে নেদারল্যান্ডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে ৪০ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে টিউলিপ ফুল চাষ করাচ্ছে।
এ ছাড়া যশোর বিএডিসি আমাদের কাছ থেকে ৫ হাজার বাল্ব (বীজ) নিয়ে টিউলিপ ফুলের পরীক্ষামূলক চাষ করছে। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার ২৫ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমের ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। এ সময় ডাচ্ সহকারী রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন।
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
১০ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
১৭ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
১৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে