নিজস্ব প্রতিবেদক, সাভার
মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে