শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘কিশোর গ্যাং নেতা রুবেল আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করেছে। আমার সন্তানদের এতিম করেছে। তার ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। আমার চারপাশে এখন শুধুই অন্ধকার।’ এসব কথা বলেন গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হাতে হত্যার শিকার ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশার স্ত্রী মাহমুদা আক্তার মালেকা।
নিহত ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি একই গ্রামের মসজিদ মোড় এলাকায় মা মনি নামক একটি ফার্মেসি পরিচালনা করতেন।
মাহমুদা আক্তার বলেন, বাবার বাসা থেকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা মিলে একটি প্রাইভেটকারে গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে নিজেদের বাসার সামনের সড়কে পৌঁছাই। এরপর আমার স্বামী ওষুধের দোকানে থাকা বাসার চাবি আনতে যান। এ সময় রুবেলের নেতৃত্বে কয়েকজন আমাদের গাড়ির সামনে এসে গালমন্দ করেন। একপর্যায়ে আমাকে ও আমার বোনকে শ্লীলতাহানি করেন। এ সময় গাড়ি চালক শিমুল এসে বাধা দিলে তাঁকেও মারধর করা হয়।
ওষুধের দোকান থেকে এসে উত্ত্যক্তকর পরিস্থিতি দেখে হাতজোড় করে রুবেলকে চলে যাওয়ার অনুরোধ হাসিবুল ইসলাম করেন বলে জানান মাহমুদা আক্তার। তিনি বলেন, ওরা সবাই (কিশোর গ্যাং) মাদকাসক্ত ছিলেন। তাঁরা অনুরোধের কোনো তোয়াক্কা করেনি। আমাদের সবাইকে বাসার ভেতর এনে ফটক বন্ধ করে দেন আমার স্বামী। কিন্তু এর কিছুক্ষণ পর বাসার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে বাড়ির উঠানে রাখা ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন রুবেল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কিশোর গ্যাং সদস্যরা হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যান।
মাহমুদা আক্তার বলেন, আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতাল ও পরবর্তীতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ‘আমার স্বামী ফার্মেসি চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চলতো। আজ কীভাবে সংসার চলবে? ১১ বছর বয়সী এশামনি, ৭ বছর বয়সী আয়েশামনি, ৫ বছর বয়সী নুসরাত আর আড়াই বছর বয়সী শিশুছেলে মাহাদীর মুখে কে দুমুঠো ডালভাত তুলে দেবে?’
মাহমুদা আক্তার বলেন, কিশোর গ্যাং নেতা আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করে আমার সন্তানদের এতিম করেছে। আমি তাঁর ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাঁকে হারিয়ে কীভাবে চলব জানি না। আমার চারপাশে শুধুই অন্ধকার।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাং ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রধান আসামি রুবেল (২২) পলাতক আছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘কিশোর গ্যাং নেতা রুবেল আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করেছে। আমার সন্তানদের এতিম করেছে। তার ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। আমার চারপাশে এখন শুধুই অন্ধকার।’ এসব কথা বলেন গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হাতে হত্যার শিকার ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশার স্ত্রী মাহমুদা আক্তার মালেকা।
নিহত ওষুধ ব্যবসায়ী মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি একই গ্রামের মসজিদ মোড় এলাকায় মা মনি নামক একটি ফার্মেসি পরিচালনা করতেন।
মাহমুদা আক্তার বলেন, বাবার বাসা থেকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা মিলে একটি প্রাইভেটকারে গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে নিজেদের বাসার সামনের সড়কে পৌঁছাই। এরপর আমার স্বামী ওষুধের দোকানে থাকা বাসার চাবি আনতে যান। এ সময় রুবেলের নেতৃত্বে কয়েকজন আমাদের গাড়ির সামনে এসে গালমন্দ করেন। একপর্যায়ে আমাকে ও আমার বোনকে শ্লীলতাহানি করেন। এ সময় গাড়ি চালক শিমুল এসে বাধা দিলে তাঁকেও মারধর করা হয়।
ওষুধের দোকান থেকে এসে উত্ত্যক্তকর পরিস্থিতি দেখে হাতজোড় করে রুবেলকে চলে যাওয়ার অনুরোধ হাসিবুল ইসলাম করেন বলে জানান মাহমুদা আক্তার। তিনি বলেন, ওরা সবাই (কিশোর গ্যাং) মাদকাসক্ত ছিলেন। তাঁরা অনুরোধের কোনো তোয়াক্কা করেনি। আমাদের সবাইকে বাসার ভেতর এনে ফটক বন্ধ করে দেন আমার স্বামী। কিন্তু এর কিছুক্ষণ পর বাসার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে বাড়ির উঠানে রাখা ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন রুবেল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কিশোর গ্যাং সদস্যরা হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যান।
মাহমুদা আক্তার বলেন, আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতাল ও পরবর্তীতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ‘আমার স্বামী ফার্মেসি চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চলতো। আজ কীভাবে সংসার চলবে? ১১ বছর বয়সী এশামনি, ৭ বছর বয়সী আয়েশামনি, ৫ বছর বয়সী নুসরাত আর আড়াই বছর বয়সী শিশুছেলে মাহাদীর মুখে কে দুমুঠো ডালভাত তুলে দেবে?’
মাহমুদা আক্তার বলেন, কিশোর গ্যাং নেতা আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে খুন করে আমার সন্তানদের এতিম করেছে। আমি তাঁর ফাঁসি চাই। পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাঁকে হারিয়ে কীভাবে চলব জানি না। আমার চারপাশে শুধুই অন্ধকার।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাং ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রধান আসামি রুবেল (২২) পলাতক আছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
৩৩ মিনিট আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
১ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২ ঘণ্টা আগে