Ajker Patrika

যে কারণে আজ মেট্রোরেল চলাচল পৌনে ১ ঘণ্টা বন্ধ ছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯: ২৮
যে কারণে আজ মেট্রোরেল চলাচল পৌনে ১ ঘণ্টা বন্ধ ছিল

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।

এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।

এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।

এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’

উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত