মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে।
মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি পাইপগান ও দুটি কার্তুজ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪২)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। তাঁকে খুনের কথা শিকার করে ফেসবুক পোস্ট দিয়েছেন একই এলাকার শামসুল মাঝির ছেলে বাবু মাঝি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা দিয়ে সানাকে প্রতিপক্ষ বাবুর লোকজন পেটাতে থাকেন। একপর্যায়ে সানা অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাকাহাটি গ্রামের শামসুল ও মোহাম্মদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। একে কেন্দ্র করে ১৯৯৭ সালে খুন হন মোহাম্মদ। এর বদলা নিতে শামসুলের ছেলে শিপন মাঝিকে ২০০১ সালে খুন করা হয়। এই ঘটনায় ২০০৪ সালে আদালতে মোহাম্মদের ছেলে খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই খুনের জের ধরেই মোহাম্মদের আরেক ছেলে সানাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফেসবুকে পোস্টে খুনের বিষয়টি স্বীকার করেছেন শিপনের ভাই বাবু।
সানার ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামের বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে জানতে পারি তাকে বাবুর বাড়িতে আটকে নির্যাতন করা হচ্ছে। বাবু, আলামিন, কাউসার, হিরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি বাবুদের বাড়ির পাশে মাকাহাটি রাস্তার ওপর ভাইকে মেরে ফেলে রাখা হয়েছে।’
নিহত সানার স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার আট বছর ও চার বছর বয়সী দুটা মেয়ে এবং আট মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা যদি আমার স্বামীর একটি হাত, একটি পা কেটে দিত, তারপরও আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করতে পারতাম। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে সানাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন। আসামিরা গা ঢাকা দিয়েছে। শিগগির তাঁদের গ্রেপ্তার করা হবে।
মুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে।
মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি পাইপগান ও দুটি কার্তুজ পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪২)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। তাঁকে খুনের কথা শিকার করে ফেসবুক পোস্ট দিয়েছেন একই এলাকার শামসুল মাঝির ছেলে বাবু মাঝি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাকাহাটি তালগাছতলা এলাকায় মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা দিয়ে সানাকে প্রতিপক্ষ বাবুর লোকজন পেটাতে থাকেন। একপর্যায়ে সানা অচেতন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাকাহাটি গ্রামের শামসুল ও মোহাম্মদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। একে কেন্দ্র করে ১৯৯৭ সালে খুন হন মোহাম্মদ। এর বদলা নিতে শামসুলের ছেলে শিপন মাঝিকে ২০০১ সালে খুন করা হয়। এই ঘটনায় ২০০৪ সালে আদালতে মোহাম্মদের ছেলে খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই খুনের জের ধরেই মোহাম্মদের আরেক ছেলে সানাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফেসবুকে পোস্টে খুনের বিষয়টি স্বীকার করেছেন শিপনের ভাই বাবু।
সানার ছোট ভাই আসাদ মাঝি বলেন, ‘আমার ভাই খুব গরিব মানুষ ছিলেন। বাড়িতে থাকার জায়গা না হওয়ায় তিনি দেড় বছর ধরে পাশের ডেকরাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার স্বাধীন নামের বাবুদের এক আত্মীয় কাজের কথা বলে ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে জানতে পারি তাকে বাবুর বাড়িতে আটকে নির্যাতন করা হচ্ছে। বাবু, আলামিন, কাউসার, হিরণ, মুন্নাসহ অনেকেই নির্যাতন করেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি বাবুদের বাড়ির পাশে মাকাহাটি রাস্তার ওপর ভাইকে মেরে ফেলে রাখা হয়েছে।’
নিহত সানার স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার আট বছর ও চার বছর বয়সী দুটা মেয়ে এবং আট মাসের একটি ছেলে আছে। আমার স্বামীর প্রতি ওদের এত আক্রোশ জানলে আমি স্বামীকে ঘর থেকে বের হতে দিতাম না। ওরা যদি আমার স্বামীর একটি হাত, একটি পা কেটে দিত, তারপরও আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করতে পারতাম। ওরা আমার স্বামীকে নির্দয়ের মতো কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে। আমি স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে সানাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন। আসামিরা গা ঢাকা দিয়েছে। শিগগির তাঁদের গ্রেপ্তার করা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
১ ঘণ্টা আগে