Ajker Patrika

ঘিওরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
ঘিওরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মানিকগঞ্জের ঘিওরে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত ওই গৃহবধূর বীথি (২২) সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামের মো. বশিরের স্ত্রী এবং ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামের মো. কদ্দুস মণ্ডলের মেয়ে। 

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে শ্বশুর বাড়ির লোকজন। 

নিহতের কাকা মো. আক্তার হোসেন মণ্ডল জানান, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামের মো. আবদুল মণ্ডলের ছেলে মো. বশিরের সঙ্গে প্রায় দশ বছর পূর্বে আমার ভাতিজির বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে নিহত গৃহবধূর কয়েক দিন যাবৎ স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। এরপর গত রাত্রে তাঁর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

ঘটনার বিষয়ে ঘিওর থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে সকালেই লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে ঘিওর থানার (ওসি তদন্ত) মো. মহব্বত খান জানান, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। সেই ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত