Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর, প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার আঞ্চলিক সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জোবায়ের নামে একজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বাঘের বাজার সিংড়াতলী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলেজছাত্র সাজিন (১৪) সদর উপজেলার শিরিরচালা গ্রামের মো. আতিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, মোটরসাইকেলযোগে দুপুরের দিকে সদর উপজেলার সিংড়াতলী গ্রামের পাকা সড়ক ধরে যাচ্ছিলো তিন বন্ধু। মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহতাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত