Ajker Patrika

ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ৫৭
ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এবার ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭১ জন প্রার্থী। ডিইউজে নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ, কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক, নারী ও অসুস্থ ভোটাররা ভোটদানে অগ্রাধিকার পাবেন। ভোট চলাকালে প্রেসক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধি দিয়েছে কমিটি।

জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের ডিইউজে নির্বাচন পরিচালনা করছেন। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে কর্মরত সাংবাদিকেরা সকাল থেকেই প্রেসক্লাবে চত্বরে হাজির হতে শুরু করেন। এরই মধ্যে সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন চলাকালে ভুয়া ভোটার চিহ্নিত করার দায়িত্ব এজেন্টদের। কোনো ভোটার সম্পর্কে এজেন্টরা আপত্তি করলে নির্বাচন কমিটি ভোটারের পরিচিতি চিহ্নিত করবে। ভুয়া ভোটার ধরা পড়লে নির্বাচন পরিচালনা কমিটি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত