Ajker Patrika

বাংলাদেশসহ ৩ দেশ থেকে যাত্রী নিষিদ্ধ করলো ওমান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশসহ ৩ দেশ থেকে যাত্রী নিষিদ্ধ করলো ওমান

ঢাকা: বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে ওমানে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সুপ্রিম কমিটি এ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর টাইমস অব ওমান।

আগামী ২৪ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে দেশটি। এমনকি গত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এ দেশগুলোতে ট্রানজিট হয়ে আসবে, তাদেরকেও ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

সম্প্রতি বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ওমানের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করে দেশটির সুপ্রিম কমিটি। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত